শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১২, স্থগিত শুনানি কার্যক্রম

পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে দেশটির রাজধানীতে অবস্থিত সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে এই গ্যাস বিস্ফোরণ ঘটে।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মূল বিস্ফোরণটি ঘটেছে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। এদিকে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট ওই ক্যান্টিনের সংলগ্ন। বিস্ফোরণ যখন ঘটে সে সময় সেই প্ল্যাটে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।

সৈয়দ আলী নাসির রিজভী বলেন, ‘সকাল ১০:৫৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ ঘটে।’

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে যে বেসমেন্টে অবস্থিত ক্যান্টিন এবং একটি চা ঘরে গত তিন দিন ধরে গ্যাস লিকেজ হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। সুপ্রিম কোর্টে কর্মরত প্লাম্বার এবং টেকনিশিয়ানরা সেগুলি খতিয়ে দেখছেন।’

তিনি আরও জানান, আহত ১২ জনের মধ্যে নয়জনকে পলিক্লিনিক হাসপাতালে এবং তিনজনকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিমস) ভর্তি করা হয়েছে। 

আইজি রিজভী আরও বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা ‘গুরুতর’, যাদের ৮০ শতাংশ এবং ৩০ শতাংশই পুড়ে গিয়েছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন, যার বেশিরভাগই পোড়া। 

সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটার পর মঙ্গলবার সব মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার থেকে ফের কার্যক্রম শুরু হবে সর্বোচ্চ আদালতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়