শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে ক্ষতি নয়, সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র : ট্রাম্প

এনডিটিভি: যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়—সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি এই নরম সুরে মন্তব্য করলেন।

ট্রাম্পের আগের হুমকি ও চলতি মাসের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত দেওয়ার পর ওয়াল স্ট্রিটে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়।

রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়! সম্মানিত প্রেসিডেন্ট শি চান না তার দেশ মন্দার মুখে পড়ুক।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, চীনের ‘অত্যন্ত আগ্রাসী’ বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

এর জবাবে বেইজিং অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘দ্বৈত নীতির আদর্শ উদাহরণ।’ চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর থেকে ওয়াশিংটন একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে, যা অন্যায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিয়ত উচ্চ শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্কের সঠিক উপায় নয়।

বর্তমানে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩০ শতাংশ, যা ট্রাম্প প্রশাসন আরোপ করেছিল চীনের তথাকথিত অন্যায্য বাণিজ্যনীতি ও ফেন্টানিল বাণিজ্যে সহায়তার অভিযোগে। এর জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।

বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সাম্প্রতিক আলোচনাগুলোর অন্যতম বড় বাধা হয়ে উঠেছে রেয়ার–আর্থ বা বিরল খনিজ পদার্থ, যা আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন অবস্থান হয়তো বাণিজ্যযুদ্ধের উত্তাপ কিছুটা কমাতে পারে, তবে উভয় দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনা এখনো বহাল রয়েছে।অনুবাদ: যুগান্তর  

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়