শিরোনাম
◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে জ‌য়ের হ‌্যা‌ট‌ট্রিক, এশিয়া কা‌পে ভারত অপরা‌জিত চ‌্যা‌ম্পিয়ন ◈ ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন ◈ দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত! ◈ কাপ্তাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৫০০ দা-চাপাতি উদ্ধার, ইউপিডিএফের সহিংসতার পরিকল্পনা ভেস্তে দিলো বিজিবি ◈ অমর একুশে বইমেলা স্থগিত ◈ প্রাথমিকে ছুটি কমছে, বছরে খোলা থাকবে আরও বেশি দিন ◈ একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ২৮ জ‌নের প্রাথমিক ফুটবল দল ঘোষণা  ◈ খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩; কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ফিলিস্তিনের পক্ষে দাঁডালেন বারাক ওবামা! (ভিডিও)

সিএনএন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে মন্তব্য করেছেন। ওবামার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “গাজায় যে মানবিক সংকট চলছে, তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য। উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে, যেখানে একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র ও স্বায়ত্তশাসন থাকবে।”

গাজার যুদ্ধকে ঘিরে তিনি কড়া সমালোচনা জানিয়েছেন এবং শিশুদের অনাহারে রাখা যাবে না বলে অপ্রত্যাশিত সরাসরি ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে এ মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ওবামা ডাবলিনের একটি অনুষ্ঠানে বলেন, “গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তাকে আরও গুঁড়িয়ে দেয়ার কোনো সামরিক যুক্তি নেই।” তিনি যোগ করেন, সহিংসতায় সরাসরি যুক্ত না থাকা পক্ষগুলোকে এখনই এগিয়ে এসে মানবিক অবস্থা রোধ করতে কথা বলতে হবে। এছাড়া তিনি বলেন, ইসরায়েলের সব নীতিতে একমত না হওয়ায় দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হতে পারেননি। 

জাতিসংঘের অধিবেশনে শুক্রবার নেতানিয়াহুর ভাষণের শুরুতে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন। বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় কড়া প্রতিক্রিয়া দেখান নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে জটিল সম্পর্কের কথা উল্লেখ করে ওবামা বলেন, আমরা সব সময় সব বিষয়ে একমত ছিলাম না। দুঃখজনকভাবে, অনেক সময় নেতৃত্ব এবং রাজনীতিবিদরা এমন একটি স্বার্থপর সম্পর্ক বজায় রাখেন এটা শুধু ‘আমরা বনাম তারা’। কারণ, এতে তাদের ক্ষমতায় টিকে থাকা সহজ হয়। এটা একটি প্রলোভনমূলক খেলা। আমি আমার প্রেসিডেন্সির সময় লক্ষ্য করেছি, আমি ওই অঞ্চলে জনপ্রিয় ছিলাম না। কারণ, আমি তাদের এ ব্যাপারে সমালোচনা করতাম। ফলে আমি এবং ইসরায়েলের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না।

এর আগেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ওবামা। সে সময় তিনি বলেন, যদিও গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিকে ফিরিয়ে দেয়া এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক। এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তাকে আন্ডারস্কোর করে। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর ‘অনুমতি দিতে হবে’। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন,  ‘বেসামরিক মানুষদের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনো যুক্তি নেই।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়