শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক গভীর অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। নিজের স্ত্রী ব্রিজিত ম্যাখোঁ প্রকৃত অর্থেই একজন নারী সেটা প্রমাণে আদালতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দিতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রে এক ডানপন্থি ইনফ্লুয়েন্সারের বিতর্কিত দাবি ঘিরে তাদের ব্যক্তিগত জীবনে এই বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়েছে।

মার্কিন কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স দাবি করেন, ব্রিজিত ম্যাখোঁ আসলে পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন। তিনি শুধু দাবি করেই থেমে থাকেননি; বরং বারবার এ অভিযোগ ছড়িয়ে দিয়েছেন নানা মাধ্যমে। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট পরিবারকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

এসব অভিযোগের জেরে ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ম্যাখোঁ দম্পতি। মামলার অগ্রগতির বিষয়ে বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে কথা বলেছেন তাদের আইনজীবী টম ক্লেয়ার। তিনি বলেন, এই অভিযোগ ব্রিজিতকে গভীরভাবে কষ্ট দিয়েছে এবং প্রেসিডেন্ট ম্যাখোঁর দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে।

আইনজীবী বলেন, পরিবারের ওপর আক্রমণ হলে সেটি যে কাউকেই দুর্বল করে দেয়। প্রেসিডেন্ট হয়েও তিনি এর বাইরে নন। রাষ্ট্রীয় কাজের চাপ সামলাতে হয়, আবার ব্যক্তিগত জীবনেও মানসিক চাপ তৈরি হয়।

ক্লেয়ার এখনো জানাননি কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ আদালতে দেওয়া হবে। তবে তিনি নিশ্চিত করেছেন, ওয়েন্সের দাবি পুরোপুরি মিথ্যা এবং আদালতে তা প্রমাণিত হবে। প্রয়োজনে ব্রিজিত তার গর্ভকালীন সময়ের ছবি ও সন্তান লালন-পালনের প্রমাণও জমা দেবেন।

তিনি বলেন, সত্য প্রতিষ্ঠায় অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হলে ব্রিজিত প্রস্তুত। মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে যা কিছু করার দরকার, তিনি তাই করবেন।

বিশ্বের একজন শীর্ষ নেতাকে স্ত্রীর নারীসত্তা প্রমাণে আদালতে দাঁড়াতে হচ্ছে—এটি এক নজিরবিহীন ঘটনা। অনেকেই বলছেন, এটি প্রমাণ করে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যক্তিগত জীবনকেও নাড়িয়ে দিতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়