শিরোনাম
◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ◈ লাইফ সাপোর্টে ফরিদা পারভীন ◈ এ‌শিয়া কাপ, ৪ ওভার ৩ বল খে‌লে আরব আ‌মিরাত‌কে হারা‌লো ভারত ◈ আগুন জ্বলে উঠতে পারে ভারতেও, শিবসেনা নেতার সতর্কতা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট ভবনে অগ্নিসংযোগ, পুড়িয়ে হত্যা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে শত শত বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে প্রবেশ করে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চলমান জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের অংশ হিসেবে রাষ্ট্রপতি ভবন 'শীতল নিবাসে'ও আগুন ধরিয়ে দেয় তারা। ভবনের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। খবর বিবিসি'র। এ সময় পুড়িয়ে হত্যা হয় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা সংসদ ভবন চত্বরে ঘোরাফেরা করছে। কেউ কেউ বাগান থেকে গাছপালা উপড়ে নিয়ে যাচ্ছে, আবার কেউ ভেতরের ছবি ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছে। পার্লামেন্টের প্রবেশপথে জ্বালানো আগুনের চারপাশে পতাকা হাতে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।

পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে তারা সব জানালা ভেঙে ফেলেছে। দেয়ালে সরকারের বিরুদ্ধে নানা বার্তা স্প্রে করে লিখে দেওয়া হয়েছে। এক দেয়ালে লেখা হয়েছে—'তুমি [সরকার] ভুল লড়াই বেছে নিয়েছ'।

বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছে সিংহ দরবার, সুপ্রিম কোর্ট, স্পেশাল কোর্ট, জেলা আদালত, অ্যাটর্নি জেনারেলের দপ্তর, ভূমি রাজস্ব অফিসসহ রাজনৈতিক নেতাদের বাড়ি ও কার্যালয়।

সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা। সোমবারের রক্তক্ষয়ী অভিযানে ১৯ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে রাজপথে নেমে আসছে।

দুর্নীতি, সরকারি নিষেধাজ্ঞা ও রক্তক্ষয়ী অভিযানের বিরুদ্ধে চলমান এই আন্দোলনে সরকারবিরোধী স্লোগান, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়