ইন্ডিয়া টুডে: সরকারি অনুষ্ঠান এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে শি জিনপিংয়ের পছন্দের চীনের তৈরি গাড়িতে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল পতাকা নামেও পরিচিত, হংকি (“Made in China” Hongqi car) এল৫ গাড়িটি ২০১৯ সালে মহাবালিপুরমে প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করার সময় শি জিনপিং ব্যবহার করেছিলেন। চীনের মাটিতে তৈরি এই গাড়ি প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি সফরে ব্যবহার করে থাকেন। সেই গাড়িতে চীনের রাস্তায় মোদির সফর দু’দেশের সম্পর্ক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। গালওয়ান সংঘর্ষের পর দীর্ঘ তিক্ততা কাটিয়ে অবশেষে হাতি ও ড্রাগনের দেশ পাশাপাশি। চীনে পা রাখার পরেই মোদিকে ড্রাগনের দেশে আসার জন্য শুভেচ্ছা জানিয়েছেন জিনপিং।
শুধু তাই নয়, এই গাড়ির সঙ্গে জড়িয়ে আছে একাধিক ইতিহাস। প্রশাসনিক ক্ষেত্রেও এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। চীনের সরকারি গাড়ি প্রতিষ্ঠান সংস্থা ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস (First Automotive Works-FAW) এই গাড়ি তৈরি করে। ১৯৫৮ সালে এই সংস্থা প্রথম গাড়ি লঞ্চ করে। তবে তা ছিল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের জন্য। হেলিকপ্টারের থেকেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে প্রথম পছন্দের হল ‘মেড ইন চায়না’ হংকি গাড়ি। যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চায়না (সিপিসি) এর প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের সময় নেতারা ব্যবহার করতেন। চীনা ভাষায় হংকির অর্থ লাল পতাকা।
অন্যদিকে এই বৈঠকে যোগ দিতে চিনে উড়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার জন্য তিয়ানজিন শহরে নিয়ে যাওয়া হয়েছে “Aurus” নামে গাড়িটিকেও। এই প্রেন্সিডেন্সিয়াল কারেই বর্তমানে চীনে সফর করছেন পুতিন। রাশিয়ান অটোমোবাইল সংস্থা Aurus Motors এই গাড়ি তৈরি করে। রেট্রো-স্টাইলে তৈরি করা এই লাক্সারি গাড়িতে একাধিক ফিচার যোগ করা হয়েছে।