শিরোনাম
◈ ন্যায়বিচার পেয়েছেন তারেক রহমান: ব্যারিস্টার কায়সার কামাল ◈ জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান ◈ বিশ্বব‌্যাপী মা‌র্কিন প্রভা‌ব রুখ‌তে ইরান ও চীনের ২৫ বছরের ব্যাপক চুক্তি ◈ ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও পরিবারের ৮ হাজার কোটি টাকার লেনদেন ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে, কৌতূহল ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে ◈ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব, হামলার নেপথ্য কারন যা জানাগেল ◈ এবার জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন ◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা কমপক্ষে ৬২২ জন। আহত হয়েছে আরও এক হাজারের বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় গ্রিনিচ মান সময় রাত ১৯টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে ৬.০।

আফগান তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, বহু প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হয়নি এবং উদ্ধারকারী দলগুলো ওই সব এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে।

অন্যদিকে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছেন বিপুল পরিমাণ মানুষ। তাদের পরিণতি কি, তা নিশ্চিত নয়। ফলে নিহতের সংখ্যা কোথায় গিয়ে থামে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার  বা ৬ মাইল গভীরে। কর্মকর্তারা জানিয়েছেন, শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তালেবান সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ডজনখানেক বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে তারা সাহায্য করে। অনেক এলাকায় কেবল আকাশপথেই পৌঁছানো সম্ভব। কারণ ভূমিধস ও বন্যায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভূ-কম্পন রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত অনুভূত হয়। কুনার প্রদেশের একাধিক সূত্র জানিয়েছেন, ‘শত শত মানুষ নিহত’ হয়েছেন এবং আরও অনেকেই আহত।

একজন তালেবান কর্মকর্তা হেলিকপ্টারে মৃতদেহ সরানোর কাজ সমন্বয় করছেন। তিনি জানান, একটি গ্রামেই ২১ জন মারা গেছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, এখনো অনেক জেলায় ভূমিকম্পের পরবর্তী আঘাত  বা আফটারশক অনুভূত হচ্ছে। আরেকজন স্থানীয় কর্মকর্তা বলেন, ‘মৃতের সংখ্যা ভয়ঙ্কর।’ তবে এ মুহূর্তে সঠিক সংখ্যা কেউ জানাতে পারছেন না। কারণ দুর্গত এলাকা অত্যন্ত দুর্গম। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। আবার কিছু এলাকায় ভূমিধস ও বন্যার কারণে সড়কপথ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাঙ্গারহার বিমানবন্দরে দেখা গেছে, তালেবান সরকার হেলিকপ্টারের মাধ্যমে আহতদের কুনারের দুর্গম এলাকা থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে ২৭ কিমি  বা ১৭ মাইল দূরে। নাঙ্গারহার ও কুনার প্রদেশে কমপক্ষে ২০ জন নিহত এবং ১১৫ জনের বেশি আহত হয়েছেন। কুনার প্রদেশে ভূমিধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান কেবল আকাশপথে সম্ভব। অন্যদিকে নাঙ্গারহারে স্বেচ্ছাসেবীরা রক্তদানে ছুটে যাচ্ছেন। কুনার ও নাঙ্গারহারের অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা রাতভর বহুবার আফটারশক অনুভব করেছেন। নাঙ্গারহারের বাসিন্দা ২৮ বছর বয়সী পোলাদ নূরি বলেন, পরাঘাতের ভয়ে তিনি রাত বারোটায় নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। তিনি কমপক্ষে ১৩ বার আফটারশক গণনা করেছেন এবং শত শত মানুষ ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমার জীবনে কখনো এত ভয়াবহ ভূমিকম্প দেখিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়