শিরোনাম
◈ জোটের অংশ হয়ে অন্য দলের প্রতীকে ভোট করা যাবে না, আগামী নির্বাচনে আরো যেসব পরিবর্তন আসছে ◈ জামায়াতের শীর্ষ নেতারা লড়তে চান যেসব আসন থেক ◈ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে ◈ ৫ বছরের ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়ায় পরিবারসহ থাকতে পারবেন! জানুন এপ্লাইয়ের প্রক্রিয়া ◈ রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা (ভিডিও) ◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক ◈ সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃটেনে ব্যাপক ধরপাকড়: এক সপ্তাহে ২৮০ ফুড ডেলিভারী ম্যান আটক

বাই সাইকেল কিংবা মটর সাইকেলে ফুড ডেলিভারীর কাজে নিয়োজিত এমন ২৮০ ডেলিভারী ড্রাইভার গত এক সপ্তাহে  আটক করেছে ইউকে বর্ডার ফোর্স। কেয়ার ভিসায় বা স্টুডেন্ট ভিসায় এসে কাজের অনুমতি আছে কিন্তু অনুমোদিত কাজের ক্যাটাগরির বাইরে গিয়ে ভিসার শর্ত ভঙ্গ করে উবার ইটস, জাস্ট ইটস, ডেলিভারো এমন কোম্পানগুলোর সাথে অন্যের এপ্স ভাড়া করে নিয়মিত আয় করছেন এমন ডেলিভারীম্যানদের  ব্যাপক হারে গ্রেফতার করা হচ্ছে। এছাড়াও অনেকেই বৈধ কাগজপত্র বিহীন হয়েও বৈধ ব্যাক্তির ডেলিভারী এপ্স ভাড়া নিয়ে কাজ করছেন এমন ডেলিভারীম্যানদেরও আটক করছে বর্ডার ফোর্স।  খবর: মানবজমিন।

এক সপ্তাহে ২৮০ জনকে আটকের বিষয়টি হোম অফিসের ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের অনেককেই ডিপোর্ট করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হোম অফিস

এদিকে ফুড ডেলিভারী ড্রাইভারদের এপ্স ভাড়া নিয়ে কাজ করা অভিযোগের কারণে বর্ডার ফোর্স ছাড়াও এদেরকে সাধারণ নাগরিকরাও বয়কট করতে শুরু করেছে। ১০ই আগস্ট লন্ডনের অন্যতম ট্রেড এলাকা কেনারী ওয়ার্ফ' এর একটি হোটেল এমন ডেলিভারী ম্যানদের নিষিদ্ধ করেছে।  

সম্প্রতি অবৈধ অভিবাসীদের এপ্স ভাড়া নিয়ে কাজ করার নানা তথ্য উঠে আসে গণমাধমে , এর পরই এই ধরণের অপব্যবহার রোধে তৎপর হয়ে উঠেছে বৃটিশ সরকার। রাস্তায় রাস্তায় ফুড ডেলিভারিম্যানদের আটক করতে চলছে সাঁড়াশি অভিযান। এই পদক্ষেপের মাধ্যমে কিয়ার স্টারমার সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে বৃটিশ জনগণের ন্যায্যতা ও সুশৃঙ্খল অভিবাসন নীতি রক্ষায় তারা আপসহীন। প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, আমরা ব্রিটিশ জনগণের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন, তাই করব। সরকারের এই পদক্ষেপ অভিবাসন পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসী হিসেবে আশ্রয়প্রার্থীদের একটি অংশ Uber Eats বা Deliveroo-এর মতো প্ল্যাটফর্মে কাজ শুরু করেন, যেখানে নিয়োগের ক্ষেত্রে সরাসরি চুক্তির মাধ্যমে নিয়োগ দেয়া হয় এবং অনেক ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের ঘাটতি থেকে যায়।

তবে বিশ্ল্লেষকরা বলছেন সম্প্রতি স্কটল্যান্ড ভিজিটে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। সফরকালে বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে সাক্ষাতের সময় বৃটেনের অবৈধঅভিবাসীদের ছড়াছড়ি নিয়ে কটাক্ষ করেন। ট্রাম্প চলে যাওয়ার পর পরই ধরপাকড়ে বেশি কঠোর হয়েছে বৃটিশ সরকার।

এসব আটকৃতদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠাতে পারবে কি না? এ বিষয়ে আইনজীবীরা জানান, যারা অবৈধ ভাবে আছে কিংবা বৈধ থেকেও কাজের শর্ত ভঙ্গ করেছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত পাঠাতে পারবে হোম অফিস তবে এক্ষেত্রে আইনের অনেক ফাঁক রয়েছে। অবৈধ অনেকেই এসাইলাম আবেদন করেছেন তা পেন্ডিং আছে আবেদনের নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের আইন অনুসারে ডিপোর্ট করা যাবে না আবার অনেকেই আটক অবস্থায় এসাইলাম আবেদন করে ডিপোর্টেশন ঠেকাতে পারবেন। তবে সরকার যদি নির্বাহী ক্ষমতায় বিশেষ কোন আইন করে তাহলে সবাইকে ডিপোর্ট করতে পারবে। এটি সরকারের ইচ্ছা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়