শিরোনাম
◈ পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি ◈ বিশ্বে ২০২৩ সালে ১.১ ট্রিলিয়ন ডলারের প্লাস্টিক বাণিজ্য, ৭৫% পরিণত হয়েছে বর্জ্যে: আঙ্কটাড রিপোর্ট ◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত! ◈ পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই ◈ আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ◈ ইংল‌্যান্ডসহ ১৪‌টি দেশ ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধ ঢাকছে? ◈ শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ের পর ম‌হিলা কোপা আ‌মে‌রিকার শি‌রোপা জিত‌লো ব্রাজিল ◈ জাতীয় ক্রিকেট লি‌গে বরিশালের প্রধান কোচ মোহম্মদ আশরাফুল ◈ নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত, কুমিল্লায় চাঞ্চল্য ◈ কক্সবাজারে ৭২ জন যাত্রী নিয়ে উড্ডয়নকালে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত, সরিয়ে নেওয়া হলো ১৯ হাজার বাসিন্দাকে

প্রচণ্ড ঝড়ের কারণে চীনের রাজধানী বেইজিংয়ের কাছের শিল্পনগরী বাওডিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ব্যাপক এই বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ১৯ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

শুক্রবার ভোর থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাওডিংয়ের পশ্চিমাঞ্চলের ইয়েতে ৪৪৭.৪ মিমি (১৭.৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা,  হেবেই প্রদেশের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্রে নতুন রেকর্ড তৈরি করেছে। 

সরকারি রেকর্ড অনুসারে বাওডিংয়ে বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০ মিমি-এর ওপরে।

চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ৬ হাজার ১৭১টি পরিবারের মোট ১৯ হাজার ৪৫৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস বাসিন্দাদের কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা উল্লেখ করেননি, তবে রাতে বৃষ্টিপাতের সময় জলমগ্ন রাস্তায় নিয়ন রেইন জ্যাকেট পরা দুই পুলিশ সদস্যকে দেখিয়ে একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন।

এছাড়া আবহাওয়া অফিস বৃষ্টিপাতের পরিমাণকে ২০২৩ সালে একটি শক্তিশালী টাইফুনের ফলে সৃষ্ট ব্যতিক্রমী বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করেছে। দুই বছর আগে সেই বৃষ্টিতে ভয়াবহ বন্যার শিকার বাওডিংয়ের ঝুওঝোতে শুক্রবার সকাল পর্যন্ত ১৯০ মিমি-এরও বেশি বৃষ্টিপাতের পর বেশ কয়েকটি সেতু এবং রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উত্তর চীনে সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখা গেছে। যার ফলে বেইজিংসহ ঘনবসতিপূর্ণ শহরগুলো বন্যার ঝুঁকিতে পড়েছে। কিছু বিজ্ঞানী চীনের সাধারণত শুষ্ক উত্তরে বেশি বৃষ্টিপাতকে বিশ্ব উষ্ণায়নের সাথে যুক্ত করেছেন।

সিএমএর ২০২৪ সালের জলবায়ু বুলেটিনের তথ্য অনুসারে, গত বছর হেবেই প্রদেশে বার্ষিক বৃষ্টিপাত ৬৪০.৩ মিমি রেকর্ড করা হয়েছে, যা তার দশকব্যাপী গড়ের চেয়ে ২৬.৬% বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২০ সাল থেকে হেবেই ধারাবাহিকভাবে বার্ষিক গড় বৃষ্টিপাত রেকর্ড করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়