মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। ইরানের পক্ষ থেকে সৌদি আরবকে একটি লিখিত বার্তা পাঠানো হয়েছে, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
মূল ঘটনা:
মঙ্গলবার (১ জুলাই) সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বার্তাটি গ্রহণ করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বার্তাটি নিয়ে যান দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা ইনায়াতি। সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরিজির সাথে এক বৈঠকে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের পক্ষে বার্তাটি হস্তান্তর করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভবিষ্যতের সহযোগিতার পথ নিয়ে আলোচনা হয়।
প্রতিরক্ষা খাতেও আলোচনা:
এই কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সম্প্রতি দুই দেশের প্রতিরক্ষা খাতেও আলোচনার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভির ফোনালাপ হয়েছে। ইরানের পক্ষ থেকে এই ফোনালাপের উদ্যোগ নেওয়া হয়। এতে তারা প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
প্রেক্ষাপট:
দীর্ঘদিন ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও গত বছর চীনের মধ্যস্থতায় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটছে। সাম্প্রতিককালে ইসরায়েল কর্তৃক ইরানে চালানো হামলার নিন্দা জানিয়েছিল সৌদি আরব, যা তাদের পরিবর্তনশীল সম্পর্কের একটি বড় ইঙ্গিত দেয়। এই লিখিত বার্তা এবং উচ্চ পর্যায়ের ফোনালাপকে সেই সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। সূত্র: মেহের নিউজ