শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ১০:৩১ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি মনে করি না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিত: জোহরান মামদানি

‘সমাজে কোটিপতি থাকা উচিত নয়। কারণ এটি অসমতার এক চরম রূপ। কোটিপতির ফলে একদিকে মানুষ বিপুল অর্থ অর্জন করে, অন্যদিকে অনেক মানুষ অভাবে থাকে।’ রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। 

এ সময় ধনী নিউইয়র্কবাসীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, মামদানি ‘ভদ্র’ না হলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল কেটে নেবেন তিনি। এদিন ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি, গার্ডিয়ান। 

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকার তাকে প্রশ্ন করেন- আপনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলেন। আপনি কি মনে করেন কোটিপতিদের থাকার অধিকার আছে? উত্তরে মামদানি বলেন, ‘আমি মনে করি না আমাদের সমাজে কোটিপতি থাকা উচিত। কারণ এটি অসমতার এক চরম রূপ। কোটিপতির ধারণা মানুষকে একদিকে বিপুল অর্থ অর্জনে সহায়তা করে, অন্যদিকে অনেককে দরিদ্র করে।

আমাদের শহরে, রাজ্যে এবং গোটা দেশে আরও বেশি সমতা দরকার। তিনি আরও বলেন, ‘আমি ধনীদের সঙ্গেও কাজ করতে প্রস্তুত, যেন আমরা সবাই মিলে একটি ন্যায়সঙ্গত শহর গড়ে তুলতে পারি।’ তিনি আরও বলেন, নিউইয়র্কে প্রতি চারজনে একজন দারিদ্র্যের মধ্যে বাস করছে, আর বাকিরা রয়ে গেছে এক অনিশ্চয়তার জালে। এই শহরকে এমন হতে হবে, যা প্রতিদিনের পরিশ্রমে যারা এটি গড়ে তুলছে তাদের নাগালের মধ্যে থাকে।

মামদানির এই বক্তব্যের পরই তাকে ‘কমিউনিস্ট’ তকমা দেন ট্রাম্প। ফক্স নিউজের ওই সাক্ষাৎকারে বলেন, মেয়র নির্বাচিত হয়ে তিনি যদি উপযুক্ত আচরণ না করেন তাহলে নিউইয়র্ক সিটির তহবিল কেটে নেওয়া হবে। বলেন, ‘যদি মামদানি ক্ষমতায় আসেন তাহলে আমি তো প্রেসিডেন্ট আছিই এবং তাকে সঠিক কাজটি করতে হবে, নতুবা তারা কোনো টাকা পাবে না।’

তিনি আরও বলেন, তাকে ‘ইতোমধ্যেই এই সত্যে অভ্যস্ত হতে শুরু করতে হয়েছে যে, প্রেসিডেন্ট আমার চেহারা, আমার সুর, আমি কোথা থেকে এসেছি, আমি কে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন- কারণ তিনি আমি যা নিয়ে লড়াই করছি তা থেকে মনোযোগ সরিয়ে নিতে চান।’ এ সময় মামদানির জয় ‘অকল্পনীয়’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। 

প্রসঙ্গত, এই সপ্তাহে আমেরিকান রাজনীতি পর্যবেক্ষকদের চমকে দিয়ে মামদানি নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনয়নের দৌড়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলে এগিয়ে যান। নির্বাচিত হলে মামদানি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত মেয়র।

এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে মামদানি বলেন, ‘নেলসন ম্যান্ডেলার ভাষায়: এটি সব সময়ই অসম্ভব মনে হয় যতক্ষণ না এটি হয়ে যায়। বন্ধুরা, এটি সম্পন্ন হয়েছে। আর আপনারাই এটি সম্ভব করেছেন। আমি গর্বিত নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হতে পেরে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়