শিরোনাম
◈ খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ ◈ ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে-সৌদি আরবে ◈ সাফ শি‌রোপা জেতা হ‌লো না বাংলা‌ে‌দে‌শের, ভার‌তের কা‌ছে টাইব্রেকারে হে‌রে গে‌লো ◈ ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, দিলীপ ঘোষের হুঁশিয়ারি: ‘বাংলাদেশ টক্কর দিলে বাঁচবে না’ ◈ যে ‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত হয় ◈ আইসিসি’তে জয় শাহ: ক্রিকেটে শক্তির ভারসাম্য নষ্ট করছে ভারত? ◈ সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালেন আইএসপিআর ◈ ‘ইউনিফর্ম পড়ে আসছি, আমি কাপুরুষ না’- চাকরিচ্যুত সেনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর কর্মকর্তা (ভিডিও) ◈ মিছিলের সময় গুলিস্তানে আ.লীগের ১১ নেতাকর্মী আটক ◈ ভারত যাচ্ছেন জয়, শেখ হাসিনার সঙ্গে দেখা হবে?

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০১:৪৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বহুতল ভবনে আগুন, ১৭ জনের প্রাণহানি

ভারতের হায়দরাবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে হায়দরাবাদের চারমিনারের কাছে ঐতিহাসিক গুলজার হাউসের একটি বহুতল ভবনে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
 
খবরে বলা হয়, গুলজার হাউসের নিচে একটি স্বর্ণালঙ্কারের দোকান ছিল। সেখানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকানের ওপরে থাকা অন্যান্য ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। 
স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন মারা গেছেন।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়