শিরোনাম
◈ সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতের রেকর্ড: কারা পাচার করল, কীভাবে করল? ◈ যুদ্ধের মুখে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা রাখে ‘মামাদ’ কৌশল ◈ গাজায় ‘মানবসৃষ্ট খরা’তে শিশুরা তৃষ্ণায় মৃত্যুর ঝুঁকিতে: ইউনিসেফের সতর্কবার্তা ◈ বাংলাদেশের এক বিভাগের চেয়েও ছোট আয়তনের ইসরায়েলের জনসংখ্যা কত? ◈ সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবি হেফাজতে, বেইলি রোড থেকে আটক ◈ এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে, শিগগিরই ফিরবেন: আমীর খসরু ◈ জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি: সংঘাত ছড়িয়ে পড়লে এমন আগুন জ্বলবে, যা কেউ থামাতে পারবে না ◈ আইআরজিসির কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি ◈ বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০৯:৩৪ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষাক্ত মদপানে ভারতে নিহতের সংখ্যা বেড়ে ২১

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর জেলায় বিষাক্ত মদ পান করে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এএফপি

গত সোমবার রাতে অমৃতসর জেলার কয়েকজন গ্রামবাসী মিথানল মেশানো মদ পান করার পর মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। মদের তীব্রতা বাড়াতে এসব অবৈধ পানীয়তে প্রায়ই প্রাণঘাতী মিথানল মেশানো হয়। এগুলো অন্ধত্ব, লিভার বিকল হওয়া এবং মৃত্যু ঘটাতে পারে।

অমৃতসরের জেলা জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২১। আরও ১০ জন হাসপাতালে ভর্তি আছেন।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।’ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, সম্পূর্ণ চক্রটি খুঁজে বের করতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, এ ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

ভারতে প্রতি বছর অনেক মানুষ বিষাক্ত মদ পানে মারা যান। এসব মদ সাধারণত অবৈধভাবে তৈরি হয় এবং নিম্ন আয়ের মানুষেরাই সস্তা মূল্যের কারণে তা পান করে থাকেন। গত বছরও তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদপানে ৫৩ জনের মৃত্যু হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়