শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে: মোদি

প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে ​​ এবং প্রত্যেকে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় স্বজন হারানোর বেদনা অনুভব করছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৭ এপ্রিল) ‘মান কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

সংকটের এই সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভাষণে মোদি বলেন, ‘পেহেলগামের এই হামলা সন্ত্রাসের মদতদাতাদের হতাশা এবং কাপুরুষতার বহিঃপ্রকাশ। প্রতিটি মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। হামলার সেই ছবি দেখে প্রত্যেক ভারতীয়র রক্ত টগবগ করছে।’

হামলাকারীরা কঠিনতম শাস্তি পাবে বলে আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ওপর ভর করেই আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসকে পরাস্ত করব।’

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কাশ্মীরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ ছিল সরব, উন্নয়নকাজ দ্রুত গতিতে চলছিল, পর্যটক সংখ্যা ছিল রেকর্ড পর্যায়ে চলে গিয়েছিল, মানুষের আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের শত্রুরা এই অগ্রগতি কোনোভাবেই মেনে নিতে পারেনি।’

প্রসঙ্গত, পেহেলগামে ২২ এপ্রিলে ভয়াবহ হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরি বাসিন্দা নিহত হন। এরপর থেকে ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। এরই ধারাবাহিকতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটি একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে। পরিস্থিতি পৌঁছে গেছে যুদ্ধের দাঁড়প্রান্তে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়