শিরোনাম
◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই পরিবারের ৭ সদস্য নিহত ইসরাইলের ড্রোনের আঘাতে

প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। নির্মম, বর্বর ও পৈশাচিক এই হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ ঝরে গেছে। খবর এএফপির।

গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উপত্যকাটির জাবালিয়া শহরে ইসরাইলের দুটি ড্রোন হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার রাতে জাবালিয়া ছাড়াও গাজার আরও বিভিন্ন শহরে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে খান ইউনিস, বাইত লাহিয়া এবং শুজাইয়া এলাকাও রয়েছে।

ওই সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, রাতভর ইসরাইলের হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জনকে হত্যা করেছে ইসরাইল। তাদের বেশিরভাই নারী ও শিশু। এতে ২৩ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, গাজার বাইত লাহিয়া শহরেও হামলায় সাতজন নিহত হয়েছেন। গাজার শুজাইয়া পাড়ায় বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

ইসরাইলের বিমান হামলায় বুধবার মোট ৩৭ জনের প্রাণ গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালাচ্ছে। হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজারেও বেশি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়