শিরোনাম
◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ঈদের চাঁদ দেখা যায়নি, যেসব দেশে ঈদের তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। চাঁদ দেখতে পাওয়া না পাওয়ার ওপর নির্ভর করে আগামী ৩০ ও ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে দেশগুলোতে। শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে খালিজ টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যম।

সৌদি আরব: সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আগামী কাল রোববার অর্থাৎ ৩০ মার্চ দেশটিতে ঈদুল ফিতর। দেশটির সুপ্রিম কোর্টও এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মুসল্লিদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদে দেখা যাওয়ায় এ বছর দেশটিতে ২৯টি রমজান পালিত হল।

মধ্যপ্রাচ্যের আরও যেসব দেশে চাঁদ দেখা গেছে: সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, ইয়েমেন, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এদিন ঈদ পালিত হবে যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনেও।

মধ্যপ্রাচ্যের যেসব দেশে চাঁদ দেখা যায়নি: সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে আগামীকাল রোববার ঈদ হলেও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন। ইরান, জর্ডান, সিরিয়া ও ইরাকেও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। ফলে এসব দেশে ঈদ হবে আগামী সোমবার (৩১ মার্চ)। 

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদুল ফিতরের দিন এখনও নির্ধারিত হয়নি। দেশগুলোতে চাঁদ দেখতে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। জনসাধারণকেও চাঁদ দেখতে আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে যেসব দেশে চাঁদ দেখা যায়নি : ইন্দোনেশিয়া: শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে  কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এর ফলে ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। দেশটির সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়