শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গতকাল পর্যন্ত আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল, আজ, আমি কেবল একটি সংখ্যা’

হামাসের হাতে জিম্মি এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪)। ছবি: সংগৃহীত

গাজায় জিম্মি দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে উপত্যকার শাসক দল হামাস। এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪) নামের দুজনকেই ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে।

ওই ভিডিওটিতে দেখা যায়, বোহবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে। 

বোহবোট ভিডিওতে বলেন, ‘গতকাল পর্যন্ত, আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল।  আজ, আমি কেবল একটি সংখ্যা। ’

ওহানা ভিডিওতে ব্যাখ্যা করেছেন, তারা (হামাস) আমাদের ভিডিওটি তৈরি করতে বলেছেন।  তিনি আরও ব্যাখ্যা করেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা কঠিন ছিল।

তিনি বলেন, ‘প্রায় কোনও খাবারই নেই। কোনও নিরাপদ জায়গা নেই।  আরও খারাপ বিষয় যে আমরা জীবিতও বোধ করছি না, মৃতও বোধ করছি না। ’

এরপর ওহানা যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি সম্পর্কে বলেন, ‘গত ১৮ মার্চ ইসরাইলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের মৃত্যুও হতে পারত। ’

ভিডিওতে বোহবোট ক্ষুব্ধভাবে বলেন, ‘এই সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে, যথেষ্ট হয়েছে। যেসব জিম্মি আগে আমাদের সঙ্গে ছিল এখন মুক্তি পেয়েছে, তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দিন।  তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা বন্ধ করুন। তাদের কথা বলতে দিন। সত্য বেরিয়ে আসুক। ’

বোহবোট এরপর মুক্তিপ্রাপ্ত জিম্মি ওহাদ বেন আমির উদ্দেশে প্রশ্ন করেন, ‘তুমি কেন তাদের বলো না? তুমি আমাদের সাথে ছিলে। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়