শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে ফের কাঁপল ভারত

অর্ধ মাসের মাথায় ভারতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এবার ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল লাদাখের কার্গিল। জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লাদাখের কার্গিলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি রাত ২.৫০ মিনিটে ১৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। উৎপত্তিস্থলও ছিল কার্গিল।

জম্মু এবং শ্রীনগরের অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা শহরগুলোতে কম্পন অনুভব করেছেন। এ সময় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লেহ এবং লাদাখ উভয়ই ভারতের ভূকম্পিক অঞ্চল-৪-এ অবস্থিত। যার অর্থ ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে এগুলো অত্যন্ত উচ্চঝুঁকিতে রয়েছে। টেকটোনিকভাবে সক্রিয় হিমালয় অঞ্চলে অবস্থিত হওয়ায় লেহ এবং লাদাখে ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকি সর্বদায় জারি থাকে।

প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে ভারতের আসাম রাজ্যের মরিগাঁওয়ে ভূমিকম্প অনুভূত হয়। একই সময় বাংলাদেশের সিলেটও কেঁপে ওঠে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মরিগাঁও জেলা ও গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল তীব্র। এ ছাড়া রাজ্যের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১৬ কিলোমিটার ।

এরও আগে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়