শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের হাতে ১ বছরে ২৬০১ বাংলাদেশি গ্রেপ্তার

২০২৪ সালে ভারতের সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হাতে মোট দুই হাজার ৬০১ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

বুধবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দেশটির সংসদে এ কথা জানান।

সংসদের উচ্চকক্ষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গত বছরের অক্টোবরে সর্বোচ্চ ৩৩১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, এরপর নভেম্বরেও ৩৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিএসএফ গত বছরের জানুয়ারিতে ১৩৮ বাংলাদেশি, ফেব্রুয়ারিতে ১২৪ জন, মার্চে ১১৮ জন, এপ্রিলে ৯১ জন, মে মাসে ৩২ জন, জুনে ২৪৭ জন, জুলাইয়ে ২৬৭ জন, আগস্টে ২১৪ জন, সেপ্টেম্বরে ৩০০ জন, ডিসেম্বরে ২৫৩ জন ও চলতি বছরের জানুয়ারিতে ১৭৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, 'উন্নত নজরদারি, বর্ধিত জনবল ও প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর মধ্যে আসামের ধুবড়িতে নজরদারি সরঞ্জাম, যেমন থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস, মনুষ্যবিহীন আকাশযান, সিসিটিভি ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর ও  সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থার পাইলটিং করা হয়েছে।'

সীমান্তে স্থানীয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে নিরবচ্ছিন্ন টহল, ব্যারিকেড, পর্যবেক্ষণ পোস্ট ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়