শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৩:৪৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিশেষ অভিযানে ১৩ বাংলাদেশি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৩ মার্চ) সরকারি কর্মকর্তা সূত্রে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকার উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়িতে অভিযান চালায় বিএসএফ। এ সময় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেফতার করা হয়।

বিএসএফের একজন কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। পরে নতুনবাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে বিএসএফের আরেকটি দল। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় তদন্ত চলমান বলে জানিয়েছেন তিনি।

পিটিআইয়ের অপর এক প্রতিবেদনে বলা হয়, আরেক রাজ্য মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক।

সোমবার বিএসএফের এক কর্মকর্তা বলেন, মেঘালয় সীমান্তে গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়