শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভি

ওই সভায় উপস্থিত একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দিল্লির যেসব স্থানে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা অবস্থান নিয়েছে, সেখানে তল্লাশি চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। এছাড়া তাদেরকে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে এবং ভুয়া নথি পত্র বানাতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। 

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেন, অবৈধ অনুপ্রবেশের বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত এবং এটি কঠোরভাবে মোকাবিলা করা উচিত। এজন্য শহরজুড়ে অবৈধ অভিবাসীদের সনাক্ত করে তাদের নির্বাসিত করতে হবে। 

এর আগে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এতে আরও উপস্থিত ছিলেন, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ, পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাসহ একাধিক সিনিয়র কর্মকর্তা। 

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে অমিত শাহ দিল্লি সরকারের কর্মকর্তাদের পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।

বৈঠকে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাশা অনুযায়ী, দিল্লির ডাবল ইঞ্জিন সরকার উন্নত ও নিরাপদ দিল্লি গড়ার জন্য দ্বিগুণ গতিতে কাজ করবে। অনুবাদ: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়