শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৪৯ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তা প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন, ধরে ফেললেন স্ত্রী

প্রেমিকার সঙ্গে একাকী সময় কাটাচ্ছিলেন। তবে ধরে ফেললেন স্ত্রী এবং পরিবারের সদস্যরা। তাদের কাছে ধরা পড়ে বেদম পিটুনি খেলেন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সঙ্গে তার প্রেমিকাও মার খেলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের ওয়ারাসিগুডা এলাকায়। ওই সরকারি কর্মকর্তার নাম জানকিরাম। তিনি গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল করপোরেশনের যুগ্ম কমিশনার।

পরিবারের কাছে হাতেনাতে ধরা পড়ার পর তার মার খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খবরের শিরোনামও হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে প্রেমিকাকে এনেছিলেন জানকিরাম। কিন্তু সেই সময়ই পরিবারের সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন তার স্ত্রী কল্যাণী এবং পরিবারের বাকি সদস্যরা।

প্রেমিকাকে শৌচাগারে লুকিয়ে রেখেও লাভ হয়নি।

হাতেনাতে ধরা পড়েন জানকিরাম। এর পরই জানকিরাম এবং তার প্রেমিকাকে মারধর করেন কল্যাণী এবং পরিবারের সদস্যরা। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দিও করা হয়। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
খবরটি প্রথম প্রকাশ্যে আসে ‘বিগ টিভি’ নামে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। জানকিরামের স্ত্রীর অভিযোগ, একাধিক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন তার স্বামী। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতে তদন্তে নেমেছে ওয়ারাসিগুডা থানার পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়