শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর সঙ্গে রাগ করে ৩০০ ফুট উঁচু টাওয়ারে যুবক! অতপর..

প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। স্বামীর অভিযোগ, শ্যালককে দিয়ে মারধর করান স্ত্রী। এর জেরে রাগে মদ খেয়ে ৩০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে বসেন যুবক। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে কোম্পানিতে কাজ করেন যুবক তার মোবাইল টাওয়ারে উঠেই নাটকীয় ঘটনা তৈরি করেন তিনি। 

টাওয়ারে চড়ে উচ্চস্বরে গান গাইতে শুরু করেন যুবক। কখনও হাত ছেড়ে বিপজ্জনক ভঙ্গিতে ভয় দেখাতে থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে।

বিএসএনএলের কর্মকর্তারা এসে তাকে নামানোর চেষ্টা করলেও জয় কুমার বাধা দেন। তিনি চতুর্থ শ্রেণির কর্মচারী এবং অফিসের কাছে একটি সরকারি কোয়ার্টারে পরিবারের সাথে থাকেন।

তার স্ত্রী বর্ষার অভিযোগ, স্বামী জয় মদ্যপানে আসক্ত ও প্রায়ই তাকে ও সন্তানদের মারধর করেন। মাসের বেশির ভাগ দিনই জয় কাজে যোগ দেন না। তাই পুরো বেতন পান না। লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছেন, এ কারণে পাওনাদাররা তাকে বিরক্ত করেন।

গত বুধবার রাতে মদ্যপান করে জয় বাড়ি এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন বলে দাবি। অন্যদিকে জয়ের দাবি, স্ত্রীকে তার কোয়ার্টার থেকে বার করে দিতে হবে ও তাকে লখনউতে বদলি করতে হবে। অনেক কষ্টে তাকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। পুলিশ তাকে সাহায্যের আশ্বাস দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়