শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার কলকতায় সাহায্যকারীসহ গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ ‘নেতা’ 

ভারতে পালিয়ে আসা এক বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, সোমবার তাকে গ্রেপ্তার করে বর্ধমান থানা পুলিশ। 

তাকে ভারতে আসতে এবং আশ্রয় দিতে সাহায্য করায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ধৃত তিন জনকে আদালতে তোলা হয়। বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নাম রাজু আহমেদ। তিনি ময়মনসিংহ জেলার কুসুমপুরের বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন ধরে রাজু বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার মালিরবাগানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। পরিচয় গোপন করে রাজমিস্ত্রির কাজ করছিলেন। রাজুকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করার অভিযোগে আসানসোলের বাসিন্দা সুদীপ দাস ওরফে বাপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অন্য দিকে, রাজুর আসল পরিচয় জেনেও তাকে আশ্রয় দেয়ার অভিযোগে বর্ধমানের বাজেপ্রতাপপুরের বাসিন্দা শেখ মাজেদ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রাজু পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, প্রাণের ভয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তিনি ভারতে আসেন। তবে ভারতে প্রবেশের বৈধ কোনও নথি বা কাগজ দেখাতে পারেননি তিনি ।  উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়