শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহস্যময় বিকট শব্দ শোনা গেল ভূমিকম্পের সময়, যা বলছে বিজ্ঞান

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে নয়াদিল্লি, যার কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানীলাগোয়া বেশ কয়েকটি এলাকাতেও। জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি মাত্র ৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।

যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের জন্য বিকট শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।ভূমিকম্পের সময় বিকট শব্দ কেন শোনা যায়: ভূমিকম্পের কেন্দ্রস্থল অগভীর হলে সাধারণত এই ধরনের বিকট শব্দ তৈরি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, যখন উচ্চ-কম্পাঙ্কে ভূমিকম্প কম গভীরতায় ঘটে, তখন এটি ভূ-পৃষ্ঠকে তীব্রভাবে প্রকম্পিত করে। এসময় স্বল্প-মেয়াদি সিসমিক তরঙ্গ তৈরি হয়, যা বাতাসে প্রবাহিত হয়ে শব্দ তরঙ্গে পরিণত হয়। খবর এনডিটিভির। 

যত কম গভীরতায় ভূমিকম্প হয়, তত বেশি শক্তি ও শব্দ উৎপন্ন হয়ে থাকে। অনেক সময় ভূমিকম্পের কম্পন অনুভূত না হলেও প্রচণ্ড শব্দ শোনা যেতে পারে। সাধারণত ৫-১০ কিলোমিটার গভীরতায় উৎপন্ন ভূমিকম্পগুলো বেশি বিধ্বংসী হয়ে উঠে, কারণ এগুলো শক্তিশালী কম্পন তৈরি করে।

সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নয়াদিল্লির ধৌলা কুয়ান এলাকা। সেখানে প্রতি দুই-তিন বছরে একবার ছোটখাট ভূমিকম্প হয়। ২০১৫ সালে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পও সেখানে রেকর্ড করা হয়েছিল।

ভূমিকম্পের সময় দিল্লিবাসীর ভীতিকর অভিজ্ঞতা: ভোরবেলায় হওয়া ভূমিকম্পে চরম আতঙ্ক নিয়ে ঘুম ভেঙে যায় দিল্লিবাসীর। অনেকেই এটিকে 'সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প' বলে বর্ণনা করেছেন।

নয়াদিল্লির এক বাড়ির ছাদে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভূমিকম্পের মুহূর্ত। ভিডিওতে দেখা যায়, পাইপ ও বিদ্যুতের তার প্রচণ্ডভাবে দুলছে।
 
রেলস্টেশনে অপেক্ষমাণ এক যাত্রী বলেন,'আমি ওয়েটিং লাউঞ্জে ছিলাম, সবাই দৌড়ে বাইরে চলে গেল। মনে হচ্ছিল যেন কোনো সেতু ধসে পড়েছে!' আরেকজন জানান, কম্পন এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল আশপাশ দিয়ে কোনো ট্রেন দ্রুতগতিতে ছুটে যাচ্ছে! পুরো বিল্ডিং কাঁপছিল, জীবনে কখনো এমন আতঙ্ক অনুভব করিনি।' অনুবাদ: চ্যানেল২৪
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়