শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩৩

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের গভীরে এই সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে দুই নিরাপত্তা সদস্যও প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দুজন। তবে আহতদের অবস্থা স্থিতিশীল এবং তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এ ঘটনার কথা জানিয়ে বলেন, ভারতকে নকশালমুক্ত করার পথে বিজাপুরে নিরাপত্তা বাহিনী একটি বড় সাফল্য অর্জন করেছে। তিনি নিহত দুই সেনা সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, এই দেশ তাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে।

অমিত শাহ আরও জানান, এই অভিযানে ৩১ জন নকশালকে হত্যা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এসময় তিনি জোর দিয়ে বলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে আমরা ভারত থেকে নকশালবাদ উচ্ছেদ করবো।

সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ৩১ জন মাওবাদীর মরদেহ উদ্ধার করেছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের পরনে সামরিক ইউনিফর্ম পরা ছিল। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, সেলফ লোডিং রাইফেল, ইনসাস এবং গ্রেনেড লঞ্চারসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চলতি বছর ছত্তিশগড়ে মোট ৪৯ জন মাওবাদী পৃথক সংঘর্ষে নিহত হয়েছেন। গত বছর রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর হাতে ২১৯ জন নিহত হন। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়