শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৭ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন শেয়ার বাজারে রেকর্ড পতন

রেকর্ড দরপতনের মধ্য দিয়ে শুরু হয়েছে মার্কিন শেয়ার বাজারের চলতি সপ্তাহ। আজ সোমবার কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরপতন দেখেছে দেশটির শেয়ারবাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কের ঘোষণা দেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে রেকর্ড পতন হয়। এর প্রভাব পড়েছে আমেরিকাতেও।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে আমেরিকায় প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপরদিকে চীনের পণ্যের ওপর আরোপ করা হয়েছে ১০ শতাংশ শুল্ক। 

এই ঘোষণার পর প্রেসিডেন্ট জানান, এতে করে স্বল্প সময়ের জন্য আমেরিকার মানুষ কিছুটা বিপাকে পড়তে পারে। এতে মার্কিন বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। ফলে অর্থনৈতিক দিক থেকে মার্কিনরা দুর্ভোগে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম ট্রুথ স্যোশালে রোববার ট্রাম্প লেখেন, ‘কিছু কষ্ট কী হবে? হ্যাঁ, হতে পারে (আবার নাও হতে পারে)। তবে আজকের এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্খিত ফল বয়ে আনবে এবং আমেরিকা আবার মহান হবে।’

ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরই বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে দরপতন শুরু হয়। এর মধ্যে এশিয়ার বাজারও রয়েছে। একটি বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

এরপর আজ সোমবার মার্কিন শেয়ারবাজারে দেখা যায়, বড় দুটি সূচক ডাউ ও এসঅ্যান্ডপি ৫০০-উভয় ক্ষেত্রেই সূচক কমেছে ১ শতাংশ। আর নাসদাকে পতন হয়েছে ২ শতাংশ। 

সপ্তাহের শুরুর দিনে সবচেয়ে বড় পতন দেখা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মার্কিন অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস ও টেসলা। তাদের শেয়ারে দরপতন হয়েছে ৫ শতাংশ করে। আর ফোর্ডের শেয়ারের দরপতন হয়েছে ৪ শতাংশ। 

এর আগে বিভিন্ন দেশের শেয়ারবাজারেও একই চিত্র দেখা যায়। পতন হওয়া গুরুত্বপূর্ণ সূচকগুলোর মধ্যে রয়েছে নিক্কেই ও হ্যাং সেং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়