শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'বন্ধুদের দিয়ে আমাকে ধ.র্ষ.ণ করিয়ে সৌদিতে বসে সেই ভিডিও দেখে আমার স্বামী'

গত তিন বছর ধরে বন্ধুদের দিয়ে আমাকে ধর্ষণ করিয়ে সৌদিতে বসে সেই ভিডিও দেখে আমার স্বামী। এমন অভিযোগ করেছেন ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক নারী। তার স্বামী টাকার বিনিময়ে বন্ধুদের ধর্ষণ করতে দেয় তার স্ত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিযোগকারী নারীর বয়স ৩৫ বছর।

তিনি বর্তমানে একমাসের গর্ভবতী। ওই নারীকে ২০১০ সালে বিয়ে করেছিলেন তার স্বামী। তাদের সংসারে চার সন্তান আছে— দুই ছেলে (১৩ এবং ৩ বছরের), দুই মেয়ে (১১ এবং ৭ বছরের)। সৌদি আরবে তার স্বামী গাড়ির মেকানিক হিসেবে কাজ করেন।

বছরে দুইবার তিনি বাড়ি আসেন। 
অভিযোগ জানিয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ৩ বছর আগে একবার নিজের বন্ধুদের নিয়ে বাড়ি আসেন তার স্বামী। সেই সময় তাকে ধর্ষণ করতে 'অনুমতি' দেয় বন্ধুদের। তার স্বামীর দুজন বন্ধু এসেছিল।

দুজনেই বুলন্দশহরে তাদের এলাকাতেই থাকত।
এরপর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার। নির্যাতিতার স্বামী বিদেশে থাকাকালীনও সেই দুই ব্যক্তি তাদের বাড়ি আসত এবং তাকে ধর্ষণ করত। তাকে ধর্ষণের ভিডিও করে স্বামীকে পাঠিয়ে দিত তারা। এই নিয়ে যখন ওই নারী স্বামীর কাছে অভিযোগ জানান, তখন তিনি তাকে মুখ বন্ধ করে থাকতে বলেন।

ওই নারী বলেন, আমাকে ধর্ষণের বদলে তার বন্ধুরা তাকে টাকা দেয়। এতদিন ধরে আমি আমার সন্তানদের কথা ভেবে চুপ করে ছিলাম। আমার স্বামী আমাকে বিবাহবিচ্ছেদের ভয় দেখাত।

এই বিষয়ে বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়