শিরোনাম
◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:১৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হিন্দুদের নিয়ে নেবো, তারপর বাংলাদেশের কী হবে? বিজেপি নেতার হুংকার

বিজেপি নেতা দিলীপ ঘোষ

এল আর বাদল: বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। উত্তরবঙ্গে সদস্য অভিযানে শনিবার  জলপাইগুড়িতে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।  তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েই রাখঢাক না রেখেই বলেন-  বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে। চট্টগ্রাম বন্দর খুলে গিয়েছে। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। - ইন্ডিয়া টুডে 

যে কটা হিন্দু আছে আমরা নিয়ে নেবো। তারপর বাংলাদেশের কী হবে? এদের মাথায় বুদ্ধিও নেই। তিনি বলেন, বাংলাদেশের ভিতরে জঙ্গি কার্যকলাপের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। এক নেতা বলছেন যে চট্টোগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। কী ভয়াবহ অবস্থা একবার ভাবুন। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কী বুঝতে পারছেন? তার মানে কী তলে তলে ভারতকে আক্রমণ করার কোনও ছক বা ষড়যন্ত্র করছে ইউনূস সরকার?  

যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার। কেন না এর পিছনে শুধু বাংলাদেশ নয় পাকিস্তানের মদত রয়েছে। যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান যে পিছনে থেকে ভারতের ওপর হামলা চালাবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

এরপরেই তিনি বলেন- কোনওদিন বাংলাদেশে যুদ্ধ করেছে? চুরি করে ভারতে ঢুকে খায়। ভিখারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই ওদের শুতে হয়। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি জলটাও বন্ধ করে দেব,  বাংলাদেশ বাঁচাবে? কিছু মাথা খারাপ লোক আছে ওখানকার মিডিয়ায় থাকার জন্য নেতা হয়। ওখান কোনও সরকারই নেই। ভারত থেকে ওষুধ না পেয়ে শেষ হয়ে যাবে। একটা হাসপাতাল নেই। চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসে। ভারতের সেনা না গেলে ওদের কচুকাটা করে দিত। 

এতেই তিনি থামেননি। তিনি বলেন- গোটা বিশ্বে অন্য ধর্মের লোকেরা ইসলামিক মৌলবাদের শিকার হচ্ছে। যেখানে অন্য ধর্মের লোক নেই সেখানেও একে এপরকে শেষ করে দিচ্ছে। আফগানিস্তান দেখুন, সিরিয়া দেখুন, পাকিস্তান দেখুন। মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। আজকে এত যে মুসলিম দেশ আছে সব জায়গায় রাহাজানি চলছে। 

সবচেয়ে বেশি উদ্বাস্তু মুসলমান। সবচেয়ে বেশি মানুষ শেষ হয় মুসলিম। আর দেশগুলো তলিয়ে যাচ্ছে। এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিৎ। ভারতের শক্তি আছে, বাংলাদেশকে শেষ করে দেবে। পাকিস্তানের ৯০ হাজার সেনাকে বন্দি করে যদি আনতে পারে তাহলে বাংলাদেশ তো আমাদের কাছে নাস্তা। আমরা ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না। আওয়াজ দেওয়াটাই যথেষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়