শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক ম্যানেজার লোনের ‘মূলা ঝুলিয়ে’ ৫০ হাজার টাকার মুরগি খেলেন! অতপর...

মুরগির খামার বড় করতে ব্যাংক থেকে লোন চেয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে ১২ লাখ রুপি লোন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতি সপ্তাহে একটি করে দেশি মুরগি চাইতেন ব্যাংকের ম্যানেজার। এক সময় এমন অবস্থা হয়, মোট ৩৯ হাজার রুপি মূল্যের (৫৪ হাজার টাকা) মুরগি খান ওই ম্যানেজার। কিন্তু ওই ব্যক্তি আর লোন পাননি।

ভারতের ছত্তিশগড়ে সম্প্রতি এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। তবে, ব্যাংক ম্যানেজার পুরো ঘটনাটি অস্বীকার করছেন। 

নেয়ি দুনিয়া নামের এক সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, পোল্ট্রি ব্যবসা বাড়াতে ব্যাংক থেকে লোন নেওয়ার পরিকল্পনা করেন ছত্তিশগড়ের রুপচান্দ মানহার। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মাস্তুরি শাখায় যোগাযোগ করেন তিনি। তিনি ভাবতেও পারেননি খামারে মুরগি বাড়াতে গিয়ে হারাতে হবে অনেক মুরগি। 
   
রুপচান্দ মানহার বলেন, তিনি লোন পেতে কমিশনও দিয়েছিলেন। এ জন্য বিক্রি করতে হয়েছে মুরগি। এরপর তাঁকে প্রতি শনিবার দেশি মুরগি দেওয়ার জন্য বলেন ব্যাংক ম্যানেজার। এভাবে প্রতি সপ্তাহে মুরগি দিতে দিতে একসময় ৩৮ হাজার ৯০০ রুপির মুরগি দেওয়া হয়ে যায়।

এই হিসাব কীভাবে রেখেছেন, জানতে চাইলে মানহার বলেন, তিনি গ্রাম থেকে দেশি মুরগি কিনে সেই বিলের রশিদও রেখে দিয়েছিলেন। এমনকি সেসব বিলও দিয়েছেন ম্যানেজারকে। কিন্তু সেই অর্থও ম্যানেজার পরিশোধ করেননি। 

কোনো উপায় না দেখে স্থানীয় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) অফিসে অভিযোগ দায়ের করেন মানহার। এতে তিনি মুরগির দামসহ সব অর্থ ফেরত চান। তা নাহলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তিনি। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) মাস্তুরি শাখার সামনে মানববন্ধনও করবেন বলে হুঁশিয়ারি দেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়