শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৬:৫৭ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামে সৌভ্রাতৃত্ব আছে, সেখানে উঁচু - নীচ, জাতিভেদ নেই: শমীক ভট্টাচার্য

হিন্দুস্তান টাইমস: সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইসলামকে ‘সৌভ্রাতৃত্বের ধর্ম’ বলে উল্লেখ করলেন রাজ্য থেকে রাজ্যসভায় একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

মুসলিমরা বিজেপিকে ভোট দেন না বলে যখন প্রতিদিন অভিযোগ করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন ইসলামের প্রশংসা শোনা গেল তাঁরই দলের রাজ্যসভার সাংসদের মুখে। সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইসলামকে ‘সৌভ্রাতৃত্বের ধর্ম’ বলে উল্লেখ করলেন রাজ্য থেকে রাজ্যসভায় একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্য বিজেপির মুখপাত্র হিসাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের কমিশনে অভিযোগ জানানো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন তিনি।

এদিন শমীকবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেস পুরো দলটা একটা নির্দিষ্ট স্নায়ুরোগে ভুগছে। যার নাম হচ্ছে SAD. শুভেন্দু অধিকারী সিনড্রোম। নির্বাচন এসেছে, আবার সেই রোগটা বেড়ে উঠেছে। হেট স্পিচের কথা বলছে তৃণমূল কংগ্রেস? হুমায়ুঁ কবির যে কথা বলেছিল সেটা হেট স্পিচ ছিল না? যে বক্তব্য ফিরহাদ হাকিম রেখেছেন একটি সভায়, যে আমরা সবাই দুর্ভাগা, সেটা কোন স্পিচের আওতায় পড়ে? প্রত্যেকটা সভায় যারা ৬ ডিসেম্বরের বস্তাপঁচা গল্পকে সামনে নিয়ে আসেন সেটা কোন ধর্মীয় মেরুকরণ?’

এর পরই ইসলামের প্রশংসা শোনা যায় বিজেপি নেতার মুখে। তিনি বলেন, ‘যারা ইসলামের অবস্থানের সম্পূর্ণ বিরোধী ও তাদের দাবির বিরোধী। ইসলাম হল রিলিজিয়ন অফ ব্রাদারহুড। সেখানে সৌভ্রাতৃত্ব আছে। উচ্চ নীচ নেই। সেখানে জাতিভেদ নেই। সেখানে যারা সংপক্ষণের রাজনীতি করেন সেটা কোন মেরুকরণের মধ্যে পড়ে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়