শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ১২:২৮ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌনপল্লি চালানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানায় বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের একটি দল গতকাল শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গতকাল শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের নিকটবর্তী এলাকা লাকড়ি কা পুল থেকে তাদের গ্রেপ্তার করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় হোটেল অক্ষয়ে অভিযান চালিয়ে ২৭ বছর বয়সী এক খদ্দেরকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ২০,২১ ও ২২ বছর বয়সী তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। তাদের আদি নিবাস যথাক্রমে পশ্চিমবঙ্গ, আসাম ও হায়দরাবাদ।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক সেলিম মণ্ডল (৩৬) এবং তাঁর স্ত্রী মারিয়া ইমচেন হায়দরাবাদের নরসিংগির এলাকার একটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে থাকতেন এবং সেখানে থেকেই হোটেলের ১০৪ এবং ২০৪ নম্বর কামরা দেহব্যবসার একটি চক্র পরিচালনা করতেন।

পুলিশ আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে নারী পাচারকারী নেটওয়ার্কের মূল হোতা সুমন কুমার গুরু ওরফে রবি কুমারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযানে অল্প পরিমাণ গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাইফাবাদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়