শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০১:৪৬ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই আরব দেশ শত শত কোটি টাকা দিয়ে কিনছে মার্কিন অস্ত্র 

প্রতিবেশীদের ওপর যুদ্ধ চাপিয়ে নিজেও অস্বস্তিতে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্র দিয়ে তারা নিরীহ মানুষ মারছে। এবার মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশের কাছে শত শত কোটি টাকার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে ইয়েমেনে হামলা করে বসে সৌদি আরব। দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে বিদ্রোহী ক্ষমতা দখলের পর এমন অভিযান নামে রিয়াদ। সানার গৃহযুদ্ধে সৌদি একাই নামেনি। পাশে পেয়েছিল মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাতকে। এবার এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ওই অস্ত্র বিক্রির ঘোষণা দেয়। আল আরাবিয়া জানিয়েছে, এই দুই দেশের কাছে ২২৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি ও আমিরাতের কাছে কী ধরনের অস্ত্র বিক্রি করা হতে পারে, তা পৃথক এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।

ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর AIM-9X Block II Sidewinder Tactical Missiles বিক্রির অনুমোদন দিয়েছে। এর সঙ্গে আরও কিছু যন্ত্রপাতিও কিনতে পারবে রিয়াদ ও আবুধাবি। এজন্য তাদের ঢালতে হবে প্রায় ২৫ কোটি ১৮ লাখ ডলার।

এর বাইরেও AGM-114R3 Hellfire II missiles কিনতে পারবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এগুলোর পাশাপাশি অন্যান্য লজিস্টিক সাপোর্ট কিনতে খরচ হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া বিভিন্ন ধরনের ট্যাংক, মেশিন গান ও ট্যাংক বিধ্বংসীও অস্ত্রও কিনতে পারবে রিয়াদ ও আবুধাবি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়