শিরোনাম
◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ১১:৩২ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পাল্টা হামলা অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হবে : পররাষ্ট্রমন্ত্রী

পারসটুডে: ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা চালালে তেহরানের পাল্টা হামলা অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

তিনি শুক্রবার রাতে ইরানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত টিভি চ্যানেল টিজি৩’তে সম্প্রচারিত একটি একক টক-শো অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের গত ১ অক্টোবরের ইসরাইল বিরোধী হামলার জবাবে তেহরানে পাল্টা হামলা চালাতে ওয়াশিংটন তেল আবিবকে সবুজ সংকেত দিয়েছে কিনা বা সেরকম হামলা হলে ইরানের প্রতিক্রিয়া কী হবে- এমন প্রশ্নের উত্তরে আরাকচি ওই হুঁশিয়ারি দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি নতুন কোনো বিষয় নয় যে, ইসরাইল মার্কিন সরকারের সবুজ সংকেত পাচ্ছে। [কাজেই ওটি নিয়ে তেহরানের কোনো মাথাব্যথা নেই] তবে যেকোনো ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি পদার্থবিজ্ঞানের সূত্র।”

গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি পাশবিকতা এবং তেহরান ও বৈরুতে ইসরাইলি হামলায় যথাক্রমে হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের প্রতিশোধ নিতে গত ১ অক্টোবর রাতে ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ওই হামলায় ইসরাইলি ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়; যদিও ক্ষতির ধরন ও পরিমাণ গোপন রেখেছে তেল আবিব। ইসরাইলের পাশাপাশি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ‘ভয়ানক জবাব’ দেয়া হবে বলে হুমকি দিলেও তেল আবিব এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি।

টক-শো’র অন্যত্র আরাকচি ইসরাইলের বিরুদ্ধে হামাসের গত বছরের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযান নিয়েও কথা বলেন। তিনি বলেন, ওই অভিযান বিনা কারণে চালানো হয়নি বরং এর মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে ৮০ বছরের ইসরাইলি বর্বরতা জবাব দেয়ার চেষ্টা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়