শিরোনাম
◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪, ০১:১৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিলেন বাবা

সৌদি আরবে ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন বাবা। এর বিনিময়ে দিয়াত বা রক্তপণ আদায়ের সুযোগ থাকলেও তিনি তা চান না। বুধবার (৯ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বাবা ছেলের হত্যাকারীকে ক্ষমা করার ঘোষণা দেন। এতে হত্যাকারী নিশ্চিত মৃত্যুদণ্ড থেকে রেহাই পান এবং তাকে রক্তপণও দিতে হবে না। গালফ নিউজ জানিয়েছে, ভিডিওতে থাকা বাবা মোহাম্মদ বিন শাগাহ নামে এলাকায় পরিচিত। তিনি দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আসিরের বেশা গভর্নরেটের এক সমাবেশে ক্ষমার দেন। তবে হত্যাকারী ও নিহতের ঘটনার বর্ণনা গালফ নিউজ প্রকাশ করেনি।

তিনি বলেন, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছি। এর বিনিময়ে রক্তপণ হিসেবে এক রিয়ালও নেব না।

সৌদি আরবে ইসলামি আইন কার্যকর। এ আইনে হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখের বিধান রয়েছে। যাকে কিসাস বলা হয়। এটাই ইসলামিক নীতি। এ নীতিতে শাস্তি হলো যথাযথ প্রতিশোধ বা ক্ষতিপূরণ। ক্ষতিপূরণকে বলা হয় দিয়াত। দিয়া আইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির উত্তরাধিকারীর জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয়। আরবিতে এই শব্দের অর্থ রক্তের অর্থ এবং মুক্তিপণ উভয়ই।

দেশটিতে নিহতের অভিভাবক হত্যাকারীকে ক্ষমার অধিকার রাখেন। বিনিময়ে তিনি রক্তপণ নিতে পারেন। আবার নাও নিতে পারেন। এটা তার স্বেচ্ছাধীন। অভিভাবক ক্ষমা না করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত।

কিন্তু অনেক সময় সৌদি আরবে অপরাধীকে ক্ষমা করে দেন অভিভাবক। আল্লাহর মহা গুণ ক্ষমায় অনুপ্রাণিত হয়ে তার সন্তুষ্টির জন্য এমনটি করেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়