শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমি পার্টির অতীশি মারলেনা হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী

ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির (এএপি) অতীশি মারলেনা। কেজরিওয়ালের পদত্যাগ নেওয়ার সিদ্ধান্তের পরেই অতীশি রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টির (এএপি) নেতাদের বৈঠকে অতীশিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিগগিরই এই ঘোষণা দেওয়া হবে। 

এএপির বৈঠকে দলের জাতীয় আহ্বায়ক মুখ্যমন্ত্রী হিসেবে অতীশির নাম প্রস্তাব করেছিলেন। তখন এএপির সকল বিধায়ক উঠে দাঁড়ান এবং তার প্রস্তাব গ্রহণ করেন।  

ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আম আদমি পার্টি দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে। তবে মুখ্যমন্ত্রী হলেও কোনো ডেপুটি মুখ্যমন্ত্রী থাকছেন না। 

এর আগে, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দুদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়