ডেস্ক রিপোর্ট : মোটরবাইকে করে এসে প্রকাশ্যেই গুলি চালালেন দুর্বৃত্তরা। মুহূর্তেই লুটিয়ে পড়লেন যুবক। হাসপাতালে নিতে নিতেই মারা যান তিনি। ভারতের পুনেতে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির নাম বনরাজ আন্ধেকার। তিনি অজিত পাওয়ারের এনসিপির নেতা ছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয়টি বাইকে করে ১২ জন ব্যক্তি তার বাড়িতে যায়। তখন তাদের হাতে অস্ত্র ছিল। বাড়িতে একাই ছিলেন বনরাজ। তার ওপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ছুরিকাঘাতও করা হয়।
পুলিশ কর্মকর্তা রঞ্জন কুমার শর্মা বলেন, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে একাধিকবার ধারালো অস্ত্র দিযে কোপানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
পুনে ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। তারা বলছে, হামলাকারীরা অত্যন্ত দক্ষ। তারা এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিয়ে রাস্তা অন্ধকার করে রেখেছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের ওপর কিছু একটা নিক্ষেপ করা হচ্ছে। আর একজন প্রাপ্তবয়স্ক দুই শিশুকে নিয়ে কোনোরকম স্কুটারে করে পালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
আপনার মতামত লিখুন :