শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গরুর গোশত খাওয়ায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের হরিয়ানা রাজ্যে গরুর গোশত খাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরও দুজনকে হেফাজতে নিয়েছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গ্রেপ্তার পাঁচজন হলেন অভিষেক, মোহিত, রভিন্দর, কলমজিৎ ও সাহিল। হরিয়ানার চরখি দদরি থেকে তাদের গ্রেপ্তার ও আরও দুজনকে হেফাজতে নেয় পুলিশ।

এর আগে গত ২৭ আগস্ট সাবির মালিক নামের এক শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়। সাবির বিহার থেকে হরিয়ানায় থেকে পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহের কাজ করতেন।

২৭ আগস্ট তাকে ও আরেকজন শ্রমিকে গরুর গোশত খাওয়ার অভিযোগে পেটানো হয়। এর মধ্যে সাবির মারা গেছে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

হরিয়ানার পুলিশ কর্মকর্তা ভারত ভূষণ বলেন, ’২৭ তারিখ কয়েকজন মানুষ পুলিশকে জানায়, বস্তিতে গরুর গোশত রান্না করা হয়েছে। পরে পুলিশ গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়।  যদিও পরে দুই শ্রমিককে ধরে নিয়ে গিয়ে মারধর করে কয়েকজন।’

তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধেম ব্যবস্থা নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়