শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৪, ১০:০৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলে এক্স নিষিদ্ধ

রাশিদ রিয়াজ: ভুয়া তথ্য নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে ব্রাজিলে নিষিদ্ধ হয়েছে ইলন মাস্কের ক্ষুদ্রবার্তার যোগাযোগ মাধ্যম এক্স। দেশটিতে এক্সের পক্ষে একজন নতুন আইনি প্রতিনিধি নিয়োগের সময়সীমা বেঁধে দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা মানতে ব্যর্থ হয় এক্স কর্তৃপক্ষ। ফলে বিচারক আলেকান্দ্রে ডি মোরায়েস অবিলম্বে এবং পুরোপুরি এক্সের প্লাটফর্ম বন্ধ করার আদেশ দিয়েছেন। বলেছেন, যতক্ষণ আদালতের আদেশ পুরোপুরি মানতে ব্যর্থ হবে এবং তাদের বিরুদ্ধে যে জরিমানা করা হয়েছে তা দিতে ব্যর্থ হবে ততক্ষণ পর্যন্ত এক্স বন্ধ থাকবে। বিবিসি।

ব্রাজিলে এক্স নিয়ে এই উত্তেজনার শুরু এপ্রিল থেকে। ওই সময়ে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগে এক্সের কয়েক ডজন একাউন্ট সাময়িক বন্ধ করে দেয়ার নির্দেশ দেন ওই বিচারক। এর প্রতিক্রিয়ায় এক্সের মালিক ইলন মাস্ক বলেন, গণতন্ত্রের মূলভিত্তি হলো মুক্তমত। ব্রাজিলে অনির্বাচিত একজন বিচারক রাজনৈতিক উদ্দেশে সব ধ্বংস করে দিচ্ছেন। মোট জনসংখ্যা ২০ কোটি।

এর মধ্যে কমপক্ষে এক দশমাংশ ব্যবহার করে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম এক্স। শনিবার সকালে সেখানকার অনেক ব্যবহারকারী জানিয়েছেন তারা আর এক্সে প্রবেশ করতে পারছেন না। এর আগে এ মাসে ব্রাজিলে এক্সের অফিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কারণ, এক্স থেকে বলা হয়, যদি বর্ণিত সেন্সরশিপের আদেশ মানা না হয় তাহলে তাদের প্রতিনিধিকে গ্রেপ্তার করার হুমকি আছে। বিচারক মোরায়েস নির্দেশে বলেছেন, এক্স একাউন্টস থেকে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে। উগ্র ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসনারোর অনেক সমর্থককে ব্লক করে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। যদি কোনো একাউন্ট নতুন করে এক্টিভেট বা সক্রিয় করা হয় তাহলে কোম্পানির প্রতিনিধি তার জন্য দায়ী থাকবেন। এই নির্দেশ না মানলে তাদেরকে জরিমানা করার হুমকিও দেয়া হয়েছে। তবে দেশটির বামপন্থি হিসেবে বিচারকের বিরুদ্ধে যে সমালোচনা আছে তার সঙ্গে যুক্ত হয়েছেন ইলন মাস্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়