শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়ার হত্যাকাণ্ডকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না: হামাস, পশ্চিম তীরে ধর্মঘট

ইসমাইল হানিয়া

সাজ্জাদুল ইসলাম: [২] হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ফিলিস্তিনি গ্রুপ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে ধর্মঘট ও গণবিক্ষোভের ডাক দিয়েছে। বুধবার(৩১জুলাই) তেহরানে নিজ বাসভবনে একজন দেহরক্ষীসহ নিহত হন হানিয়া। স্থানীয় গণমাধ্যমে এ খবর জানায়। সূত্র : আল-জাজিরা 

[৩] হামাস বলেছে, তেহরানে নিজ বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদীবাদীদের হামলায় তাদের নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। হামাস পরিচালিত আল-আকসা টিভিকে দলটির কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, এ কাপুরুষোচিত হত্যাকাণ্ডকে ‘বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না’।

আরও পড়ুন :  বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে চীনের বার্তা, রাহুলকে দেখে মনে হয় নেশা করে আছেন, মন্তব্য কঙ্গনার

[৪] পশ্চিম তীরের রামাল্লাহ, নাবলুসসহ সব শহরে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে ফিলিস্তিনের সব সংগঠন। এছাড়া  নাবলুসের আন-নাজাহ বিশ্ববিদ্যালয়ও এক বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ও শোক পালন করার কথা জানিয়েছে।

[৫] ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। তিনি তেহরানে নিজ বাসভবনে বুধবার সকালে হানিয়ার এই হত্যাকাণ্ডকে কাপুরোষিত কাজ ও বিপজ্জনক ঘটনা বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ খবর জানায়। 

[৬] এ সময় আব্বাস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়