শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৯:০৭ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় মাত্র এক ঘন্টায় অন্তত ৬০ নিহত

সাজ্জাদুল ইসলাম : [২] ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে চালানো সিরিজ এই বিমান হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। সূত্র : এপি

[৩] গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতের এই ইসরায়েলি বিমান হামলার মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে। সম্প্রতি এ শিবিরকে মানবিক বা নিরাপদ অঞ্চল করা হয়েছিল। আল-জাজিরা জানায়, মাত্র এক ঘন্টার এই বিমান হামলায় এ বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হন।

[৪] মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকজনের ওপর আরেকটি ভয়াবহ হামলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উভয় হামলার ক্ষেত্রেই তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এর নৌ ইউনিটকে লক্ষ্যবস্তু করেছিল এবং সেখানে বেসামরিক হতাহতের বিষয়টি খতিয়ে দেখছে তারা।

[৫] ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, গাজায় ৯ মাসের ইসরায়েলি বিমান হামলা এবং স্থল হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডারদের অর্ধেক নিহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার ‘সন্ত্রাসী’ নিহত বা আটক হয়েছেন।

[৬] গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে গত ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় ভূখণ্ডটিতে ৩৮ হাজার ৭১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়