শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার শিল্পাঞ্চল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল: সর্বত্র মরদেহ

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা সিটির শিল্পাঞ্চল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। স্থল অভিযান শেষে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে সরে গেলে, সেখানকার অলিগলি এবং বিধ্বস্ত ভবনের নিচে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। সূত্র : আল জাজিরা
  
[৩] গাজা সিটির শিল্পাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার পর, সেখানকার ‘হৃদয়বিদারক চিত্র’ প্রকাশ্যে আসছে। গোটা এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। অলিগলি আর বিধ্বস্ত ভবনে বহু লাশ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

[৪] গাজা নগরীর শুজাইয়া এবং তাল আল-হাওয়া এলাকায় রাস্তাঘাট ও বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৯০টি লাশ। গাজা প্রশাসনের জরুরি পরিষেবা বিভাগ এ কথা জানিয়েছে।

[৫] একই চিত্র গাজা নগরীর তাল আল-হাওয়া এলাকারও। ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর সেখানকার রাস্তাঘাটে গলিত লাশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। সেখান থেকে ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশির ভাগই নারী ও শিশুর বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

[৬] শুক্রবার উত্তর গাজার অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা ফারেস আফানেহ বলেন, ‘তাল আল-হাওয়া এলাকা থেকে আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, লাশগুলো উদ্ধারে অ্যাম্বুলেন্স কর্মীরা আরও আগে ঘটনাস্থলে যেতে না পারায়, সেগুলোতে পচন ধরেছে। ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ পড়ে আছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়