শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় ডলারের এক লেজার হিটে নিশ্চিহ্ন হবে ড্রোন, দক্ষিণ কোরিয়ায় ব্যাপক উৎপাদন 

রাশিদুল ইসলাম: [২] ছোট আকারের ড্রোন বা মাল্টিকপ্টার নির্দিষ্ট দূরত্বের আয়ত্তে এলে দক্ষিণ কোরিয়ার তৈরি লেজার গান থেকে নিক্ষেপিত লেজার বা রশ্মি তা নিশ্চিহ্ন করে দেবে। একটি লেজার হিটে খরচ পড়বে মাত্র দেড় মার্কিন ডলার। সিএনএন

[৩] দক্ষিণ কোরিয়া এধরনের লেজার গানের ব্যাপক উৎপাদনে যাচ্ছে। এধরনের লেজার অস্ত্র পরীক্ষায় সফলতা পাওয়া গেছে। লেজার অস্ত্রের নাম দেওয়া হয়েছে ব্লক-আই। ৬৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পর ৫ বছরের গবেষণায় এ লেজার অস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। 

[৪] দক্ষিণ কোরিয়ার ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম এ্যাডমিনেস্ট্রেশন এ তথ্য দিলেও এধরনের লেজার অস্ত্রের দাম কত পড়বে তা কিছু বলেনি। 

[৫]  জাহাজ থেকে এধরনের লেজার অস্ত্র নিক্ষেপের আগে রাডার দিয়ে ড্রোন বা মাল্টিকপ্টার বা ডিভাইস চিহ্নিত করা হয়। অদৃশ্য ধরনের এ লেজার নিক্ষেপে কোনো শব্দ হয় না।

[৬] ভবিষ্যতে এধরনের লেজার অস্ত্র উন্নতমানের করতে পারলে তা আরো বড় ধরনের টার্গেট, বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত হানা সম্ভব হবে বলে অস্ত্র নির্মাতারা বলছেন। এমনকি এধরনের লেজার অস্ত্র ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হতে পারে। 

[৭] ইউক্রেন, সিরিয়া, ইরাক, গাজা ও লিবিয়া যুদ্ধে সস্তা ধরনের ড্রোন দিয়ে ট্যাংকসহ মাল্টিমিলিয়ন ডলারের মূল্যের অস্ত্র ঘায়েল করা সম্ভব হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়