শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০১:০৯ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনে ইসরায়েলি-মার্কিন বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক উদঘাটন

সাজ্জাদুল ইসলাম: [২] ইয়েমেনের মাটিতে দখলদার ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্র বড় ধরণের গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সরকারের নিরাপত্তা বাহিনী এই বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক উদঘাটন করেছে। সূত্র: আলমায়েদিন

[৩] সোমবার হুথি সূত্র জানায়, ২০১৫ সাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এই বিশাল গোয়েন্দা জাল গড়ে তুলে তৎপরতা চালাচ্ছিল। হুথিদের নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম কাশেম আল-খাইওয়ানি এক বিবৃতিতে বলেন, শত্রুদের গোয়েন্দা জাল বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ গোপন ও সার্বভৌম তথ্য সংগ্রহ করে তা পাচারের লিপ্ত ছিল বলে জানা গেছে। 

[৫] শত্রু গোয়েন্দারা সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করতো, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় অনুপ্রবেশ এবং সরকারি কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা করতো। হুথি কর্মকর্তারা জানিয়েছেন, তারা আগামী দিনগুলোতে এদের তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানাবেন।

[৬] গোয়েন্দা নেটওয়ার্ক ইয়েমেনের অর্থনীতিকে অস্থিতিশীল করতে বিভিন্ন তথ্য সংগ্রহ এবং কৃষিতে অতিরিক্ত জীবাণুনাশক ব্যবহারে কাজ করতো, যাতে কৃষিপণ্য আমদানি বাড়িয়ে ইয়েমেনকে বিদেশ নির্ভরশীল করা যায়। 

[৭] এই গোয়েন্দা চক্র ইয়েমেনে রোগ ব্যধি ছড়িয়ে দিয়ে জনস্বাস্থ্য হানি এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে অনৈতিকতার বিস্তার ঘটানোর কাজে লিপ্ত ছিল। এ ছাড়া ইয়েমেনের সামরিক শক্তি ধ্বংসে আমেরিকা ও ইসরায়েলকে সামরিক গোয়েন্দা তথ্যও পাচারে জড়িত ছিল চক্রটি। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়