শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:১০ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেই দেখে নিন, এসির গ্যাস আছে কি না

প্রকৃতিতে এরই মধ্যে গরম আসতে শুরু করেছে। এমন আবহাওয়ায় এসি ছাড়া সময় বেশ কষ্টসাধ্য ব্যাপার। অফিস কিংবা বাড়ি সব জায়গায় এসি চাই। ইতোমধ্যে অনেকে এসি ব্যবহার শুরু করেছেন। যদিও দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

অনেক সময় দেখা যায় এসি চালানো শুরু করার পর ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকেন অনেকেই। মেকানিক এসি চেক দিলে প্রথমেই বলে দেন গ্যাস এসির ফুরিয়ে গিয়েছে, সেটা বদলে নতুন গ্যাস ভরাতে হবে। ফলে তার জন্য খরচও অনেক হয়।

অনেক ক্ষেত্রে অসৎ মেকানিকরা ভুল বুঝিয়ে এসির গ্যাস ভরানোর নামে আপনার থেকে অযথা অনেক টাকা নিয়ে থাকেন। তবে এখন থেকে টাকা খরচ করে আর মেকানিক ডাকতে হবে না, নিজেই বুঝতে পারবেন এসির গ্যাস শেষ কি না।

এসির গ্যাস ফুরিয়েছে কি না তা আপনি নিজেও ভালোভাবে তা দেখে নিতে পারেন। যদি দেখেন এসি চালানোর পরেও ঠান্ডা হাওয়া আসছে না, তাহলে সতর্ক হওয়া দরকার।

এছাড়া এসির কমপ্রেসরে যদি শব্দ হতে থাকে, তাহলেও এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এসি চালু করার সময় নজর দিতে হবে কমপ্রেসর বারবার চালু বা বন্ধ হচ্ছে কি না। এই ঘটনা থেকেও বোঝা যায় এসির গ্যাস শেষ হয়ে গেছে কি না।

এসির আউটলেট পাইপে যদি বরফ জমে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে। আবার অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে থাকে।

তেল জমে থাকলে দেখতে পেলে বুঝতে হবে এসির গ্যাস আদপেই শেষ হয়ে গেছে। এই লক্ষণগুলো না দেখতে পেলেও যদি মেকানিক বলে এসির গ্যাস শেষ, তাহলে বুঝতে হবে সে আপনাকে বোকা বানাচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়