শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :  কাগ‌জে কল‌মেই বাংলা‌দেশ এ‌শিয়ান কা‌পের মূলপর্বে খেলার যোগ‌্যতা হা‌রি‌য়ে‌ছে দুই ম‌্যাচ বা‌কি থাক‌তে। ত‌বে ম‌্যাচ দু‌টো খেল‌তে তো হ‌বে। আগামী নভেম্বরে মাসে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে লাল সবু‌জের দল। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। 

বাছাইপর্বের ম্যাচে ভারতকে মোকাবিলার আগে নভেম্বরের ফিফা উইন্ডোর মধ্যে (১২-১৮ তারিখ) আফগানদের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তবে ম্যাচটির  দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

এদিকে বাংলাদেশের সঙ্গে লড়াইয়ের পর আফগানিস্তান তাদের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচও বাংলাদেশের মাটিতে খেলবে। 'ই' গ্রুপের ম্যাচে ১৮ নভেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে তারা। 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। যদিও ম্যাচটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি ফুটবল ফেডারেশন।

বাফুফে সূত্রে জানা গেছে, প্রীতি ম্যাচ ও বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী ১০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান দল। এরপর দুটি ম্যাচ খেলে তারা ১৯ নভেম্বর ঢাকা ত্যাগ করবে। যেহেতু বাছাইয়ে গ্রুপ 'সি'র বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তাই আফগানিস্তান ও মিয়ানমারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

উল্লেখ্য, আফগানিস্তান দল তাদের ঘরের মাঠের ম্যাচগুলো বিদেশের মাটিতে খেলে। কারণ, দেশটি এখনও দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রভাব সামলাচ্ছে এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। অন্য দেশের 'হোম ম্যাচ' আয়োজন করে নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদের যাত্রা শুরু হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়