নিজস্ব প্রতিবেদক : এই ম্যাচটাকে মূলত এশিয়া কাপের মূলপর্বে খেলার প্রস্তুতি হিসাবে দেখছে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। সেই লক্ষ্য নিয়ে ফিফা প্রীতি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় মাঠে শুরু হবে দুদলের লড়াই।
ম্যাচের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছেন বাটলার শিষ্যরা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে তহুরা-ঋতুপর্ণারা, বললেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। শক্তি-সামর্থ্যে থাইল্যান্ড অনেকটা এগিয়ে থাকলেও জয়ে চোখ রেখে মাঠে নামার কথা জানিয়েছেন কোচ পিটার বাটলারও।
আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে আফঈদার দল। শুক্রবারের পর সোমবার হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকা-রুপনারা।
এর আগে, মাত্র একবারই থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাইদের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। এবার সেই প্রেক্ষাপট নেই। বাংলাদেশের নারীরা এবার জয়ের জন্য সেরাটা দিয়ে লড়বে।