এল আর বাদল : ভারতের পথেই হাঁটতে চলেছে আফগানিস্তান। এবার তারাও পাকিস্তানের পানি আটকাবে বলে জানিয়েছে সেই দেশের সরকার। তালিবানের ডেপুটি তথ্যমন্ত্রী মুজাহিদ ফারাহি এই বিষয়টা নিয়ে একটি ঘোষণা করছেন। --- আজ তক
তিনি জানিয়েছেন, কুনার নদীর উপর একটি বাঁধ তৈরি করতে চলেছে আফগানিস্তান। এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন সে দেশের সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা।
আর এই কুনার নদী বয়ে গিয়েছে পাকিস্তানের ভিতর দিয়ে। এটা পাকিস্তানের অন্যতম বড় জলের উৎস। তাই এই নদীতে বাঁধ তুলে দিলে যে আদতে পাকিস্তান সমস্যায় পড়বে, এই কথা তো বলাই বাহুল্য!
কী জানালেন মুজাহিদ ফারাহি?
তালিবান সরকারের পক্ষ থেকে দ্রুত এই কাজে হাত দেওয়া হবে। সেক্ষেত্রে বিদেশি সংস্থার জন্য অপেক্ষা না করে আফগানিস্তানের অভ্যন্তরীণ কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হতে পারে।