বর্তমানে ঢালিউড চলচ্চিত্রে আলোচিত তিন তারকা শাকিব খান, আফরান নিশো ও শরিফুল রাজ। ঈদের মতো বড় উৎসব ঘিরে নতুন সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছে সব তারকারই থাকে। ঢাকাই সিনেমাতে রাজত্ব করা এই তিন তারকার আগামী ঈদ সিনেমার ব্যস্ততা নিয়ে প্রতিবেদন সাজিয়েছেন লোকমানুল হাকিম।
শাকিবের ‘প্রিন্স’
ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটিতে থাকছে রোমান্স, ক্রাইম আর অ্যাকশনের সংমিশ্রণ। নব্বই দশকের ঢাকা মহানগরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।’ এই সিনেমায় যুক্ত থাকবেন বলিউডের ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়।
অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।’
প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। তবে এখনো ঘোষণা করা হয়নি নায়িকাদের নাম। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স’।
নিশোর ‘দম’
আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে কাজাখস্তানে শুরু হবে সিনেমাটির শুটিং। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। গল্প, নির্মাণ ও শিল্পী নির্বাচন সবকিছুতেই বড় আয়োজনের ইঙ্গিত মিলছে এরইমধ্যে।
সিনেমাটি প্রসঙ্গে অভিনেতা আফরান নিশো বলেন, ‘এই সিনেমায় পারফরম্যান্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের গল্প আমি আগে দেখিনি।’ সিনেমার মাধ্যমে বহু বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার কাহিনি, যেখানে থাকবে সারভাইভাল ড্রামা। দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প।' সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন পূজা এবং আরও থাকছেন চঞ্চল চৌধুরী।
রাজের ‘বনলতা এক্সপ্রেস’
‘উৎসব’খ্যাত পরিচালক তানিম নূর এবার জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করতে চলেছেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। বর্তমানে চলছে এই সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। বনলতা এক্সপ্রেস হতে যাচ্ছে বহু তারকার সমাবেশ। অভিনয়শিল্পীদের নাম নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন তানিম নূর। তিনি ইচ্ছে করেই রহস্যটা ধরে রাখতে চাইছেন।
তবে প্রোডাকশন টিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে দেখা যাবে। এ নিয়ে আর কোনো সংশয়ের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে দর্শকের পছন্দের এই দুই শক্তিমান অভিনেতা এবার একই ফ্রেমে হাজির হচ্ছেন বনলতা এক্সপ্রেসে। সূত্র: ইত্তেফাক