শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট বছরের মানসিক লড়াই পেরিয়ে নতুন অধ্যায়ে আমিরকন্যা

বলিউড তারকা আমির খান ও রিনা দত্তের বিচ্ছেদ তাদের মেয়ে আইরা খানের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। এমনটা নিজেই জানিয়েছিলেন আইরা। মাঝে অবস্থার আরো অবনতি হয়।

যদিও আইরার বিয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, চলছে চিকিৎসা। 

সম্প্রতি তিনি জানিয়েছেন, থেরাপির শেষ সেশন সেরেছেন। এরপর আত্মতৃপ্তির সুরে বলেন, ‘অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাস করেছি। বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভেতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি। 

এবার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনো ওষুধ খেয়ে যেতে হবে তাকে।

 আইরা বলেন, ‘আমাকে আর কোনো থেরাপি নিতে হবে না। কারণ আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা চালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তা-ই নয়, আমি সুস্থভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি।

ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব। যদি না পারি তবে সাহায্য চাইব।’ 

প্রায় আট বছরের দীর্ঘ লড়াই শেষ হতেই তিনি বলেন, ‘হয়তো এটা বলার মতো কিছু নয়, তাও মনে হচ্ছে পাস করে গেছি।’ সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়